Durga Puja Decoration

ছোটবেলা থেকেই ডাকের সাজ শুনে আসছি। কিন্ত এর পেছনে যে ইতিহাস আছে জানতাম না।

গতকালের (৭ই জুলাই, ২০০৭) আনন্দবাজার পত্রিকায় গৌতম গুপ্তর লেখা (চতুর্থ পৃষ্ঠা) থেকে ডাকের সাজের ইতিহাস জানতে পারলাম। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের সময় শোভাবাজারের রাজবাড়িতে দুর্গাপুজো শুরু। অলঙ্করণের জন্য জার্মানি থেকে ডাকযোগে আসত রুপোলি রাংতা। সেই থেকেই নাম ডাকের সাজ