৬২তম স্বাধীনতা দিবসে সামান্য হিসেব-নিকেশ

৬২তম স্বাধীনতা দিবসে একটু হিসেব করতে বসেছি।

      

আমার দেশ আমাকে কি দিয়েছে:

  • সম্পূর্ণ বিনাপয়সায় স্বাধীনতা পেয়েছি। ব্রিটিশের উৎপাত আমাকে দেখতে অথবা সহ্য করতে হয় নি।

    • ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা শুধু ইতিহাস বইয়ে পড়ে পাশ করেছি। স্বাধীনতার মর্ম বুঝতে পারি নি।
  • ভগবানের আশীর্বাদে মধ্যবিত্ত পরিবারে জন্মে, নামমাত্র খরচায় স্কুলে এবং কলেজে পড়ার সুযোগ পেয়েছি। 
  • একজন শিশুর ভালভাবে বড় হওয়ার জন্য যেরকম সুস্থ পরিবেশ লাগে, আমার দেশ আমাকে সেইরকম সুস্থ এবং আধুনিক পরিবেশে দিয়েছে। বড় হওয়ার জন্য আমাকে সেরকম বাড়াবাড়ি রকমের সংগ্রাম করতে হয় নি।

        

আমি দেশকে কি দিয়েছি? এবার সেইটা লেখার সময় হয়েছে:

  • কিছুই মনে পড়ছে না।

       

 পেতে পেতে এমন বাজে অভ্যেস হয়ে গেছে, যে কিছু ফেরত দেওয়ার কথা মনে পড়ে না।